Admission |
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ভর্তি তথ্য।
আপনার যদি হয় লক্ষ
সমস্ত প্রতিকূলতা কে অতিক্রম করে যুগের পরিবর্তনের মধ্যেই ইসলামিক মূল্যবোধের সাথে এগিয়ে যাওয়া, তবে আর দেরি নয়। আজই ভর্তি করুন ইকরা ইন্টারন্যাশনাল স্কুলে।
বিশদ জানতে ক্লিক করুন।
এবছর ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার
একাদশে পড়ার খরচ সম্পূর্ণ ফ্রী। (কেবল মাত্র নূন্যতম হোস্টেল খরচ দিলেই হবে)
বি:দ্র: অফারটি সীমিত সময়ে জন্য ও প্রথম 20 টি একাদশ বিজ্ঞান বিভাগে সম্পূর্ণ ও অফেরতযোগ্য ভর্তি ফী প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য।
ভর্তির পছন্দের ক্ষেত্র গুলো
1) বালিকা বা বালিকা বিভাগে
2) সম্পূর্ণ আবাসিক / সাপ্তাহিক আবাসিক / ডে-বোর্ডিং সুবিধাতে
3) বাংলা মাধ্যম বা ইংরেজী মাধ্যমে
ভর্তির বিষয় বা কোর্স গুলো
Subjects available in HS:
Bengali, English & 1. Biology 2. Physics 3. Chemistry 4. Mathematics 5. Modern Computer Application 6. Nutrition 7. Philosophy 8. Education 9. History 10. Geography 11. Sanskrt 12. Arabic 13. Home Science N.B.: Cut off Marks for Science is 75% in aggregate & 80% in each science subject
এছাড়া আসন্ন অন্যান্য স্পেশাল কোর্স গুলো
1) রোবোটিক্স
2) স্পোকেন আরবি/উর্দু/ ইংলিশ কোর্স
3) ড্রইং কোর্স
4) ক্যারাটে/ যোগাসন কোর্স
Step 1: আপনার পছন্দনীয় ভর্তি পদ্ধতি নির্বাচন করুন i) সরাসরি ভর্তি প্রক্রিয়া : নীচের QR কোড স্ক্যান করে ৫০০০/- টাকা রেজিস্ট্রেশন ফী জমা করুন এবং পরবর্তী 2, 3 ও 4 নম্বর স্টেপ ফলো করুন। অথবা ii) স্কলারশিপ বা ছাড় সহ ভর্তি প্রক্রিয়া : লিংকে ক্লিক করে অ্যাডমিশন টেস্টের জন্য অনলাইন আবেদন করুন [ বি: দ্র: অ্যাডমিশন টেস্টে প্রাপ্ত মার্কস এর ভিত্তিতে ৯৫% এ হাফ ফ্রী এবং ৭৫% এ ছাড়ের আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। ইকরা প্রদত্ত স্কলারশিপ এর ক্ষেত্রে আর্থিক অবস্থা ও মেধার ভিত্তিতে যোগ্য দের নির্বাচন সম্পূর্ণ রূপে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল চ্যারিটেবিল ট্রাস্ট এর শর্তাধীন ও বিবেচনা সাপেক্ষ এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনোরূপ জবাবদিহি করতে বাধ্য থাকিবো না ] (as on 1/09/2024) Step 2: প্রয়োজনীয় নথি 9735744171 নম্বর এ হোয়াটস অ্যাপ করুন i) রেজিস্ট্রেশন ফী পেমেন্ট ডকুমেন্ট বা ইকরা হতে প্রাপ্ত স্কলারশিপ সার্টিফিকেট ii) স্টুডেন্ট আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এর বিস্তারিত 9735744171 নম্বর এ হোয়াটস অ্যাপ করুন। Step 3: আপনার পছন্দনীয় ফী প্রদান পদ্ধতি নির্বাচন করুন i) বার্ষিক ফী প্রদান : এই পদ্ধতিতে ৫% ছাড় সহ সম্পূর্ণ বার্ষিক ফী এককালীন প্রদান করুন। অথবা ii) মাসিক ফী প্রদান : এই পদ্ধতিতে লিংক এ ক্লিক করে EMI এর জন্য আবেদন করুন। (ব্যাংক কর্তৃক অনুমোদন সাপেক্ষ) Step 4: আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন ফী প্রদান প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে প্রদত্ত ভর্তির নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় অরিজিনাল নথি সহ স্কুল অফিসে এসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন।
*************************************
সকাল : চা + বিস্কুট/মুড়ি
বেলা : (ঘুগনি+মুড়ি)/খিচুড়ি/(ভাত+ডাল+আলু ভর্তা)
দুপুর : ভাত এবং
সোম- গোশত কষা, আলুর কারি
মঙ্গল- ডিমসেদ্ধ কষা,আলুর কারি
বুধ- মাছ আলু, ডাল
বৃহস্পতি- সবজির কারি, ডাল
শুক্র- গোশত কষা, আলুর কারি
শনি- মাছ আলু, ডাল
রবি- ডিম সেদ্ধ কষা, আলুর কারি
বিকাল/সন্ধ্যা : চা + মুড়ি
রাত : ভাত, ডাল এবং আলুভাজা/আলু ভর্তা/সোয়াবিন/
ভ্যালু অ্যাডেড সার্ভিস
*************************************
A) দিনের নির্দিষ্ট সময়ের জন্য ট্যাব ও 24X7 ওয়াইফাই সুবিধা:
# ল্যাব সুবিধা সংক্রান্ত :
A) অফলাইন প্রাক্টিক্যাল :
বছরে বিষয় পিছু 4 টি করে মোট 16 টি প্র্যাক্টিক্যাল ক্লাসে (ঐচ্ছিক)
B) অনলাইন ডিজিটাল প্র্যাক্টিক্যাল :
বছরে বিষয় পিছু 10 টি করে মোট 40টি প্র্যাক্টিক্যাল বিষয় বস্তুর ডেমো (আবশ্যিক)
বি:দ্র: সমস্ত ধরনের প্রাক্টিকাল 3 মাস পর থেকে শুরু হবে।
কোর্স শুরু : 14ই মে 2025 এর পর
কোর্স সময়: 180 ঘণ্টা, 10 মাস
(বিষয় পিছু 1 ঘণ্টা 30 মিনিট করে মোট সপ্তাহে 4 ঘণ্টা 30 মিনিট।)
বি: দ্র:
* ইকরার নিজস্ব দ্বাদশ ও প্রাক্তন স্টুডেন্টরা 9ই মে 2025 পর্যন্ত পাবেন সকল ভর্তির ওপর 20% স্পেশাল ডিসকাউন্ট।
*একাদশ থেকে কোচিং এর জন্য সকল ভর্তির ওপর 40% স্পেশাল ডিসকাউন্ট।
|